পূর্ত শাখার কার্যাবলী :
– সিলেট সিটি কর্পোরেশনের মাস্টার প্ল্যান প্রনয়ন ও বাস্তবায়নের জন মনিটরিং করা।
– মাস্টার প্ল্যানের সাথে সংগতি রেখে নো অবজেকশন সার্টিফিকেট প্রদান করা।
– সিলেট সিটি কর্পোরেশন এলাকার ভিতর সকল সরকারি – বেসরকারি স্থাপনা সমূহ এর অনুমোদনের জন্য উধ্ধর্তন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা।
– সিলেট সিটি কর্পোরেশন এলাকার ইমারত নির্মান বিষয়ে বই সংরক্ষন করা।
– সিলেট সিটি কর্পোরেশন এলাকার ইমারত নির্মান বিধিমালা ১৯৯৬ অনুসারে ইমারত নির্মান বিষয়ে সুপারিশ করা ও নিয়ম বর্হিভুত ইমারত নির্মানকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
– সিলেট সিটি কর্পোরেশন এলাকার সৌন্দর্যবধৃক কাজের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা।
![]() |
|