শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ শাখা সিলেট সিটি কর্পোরেশনের একটি গুরুত্বপূর্ণ শাখা। এই শাখার অধীনে রয়েছে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি লাইব্রেরি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয় (চৌহাট্ট), বর্ণমালা সিটি একাডেমী (বাগবাড়ী) মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয় (মির্জাজাঙ্গাল), বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় (আখালীয়া), সিটি বেবী কেয়ার একাডেমী (চারাদিঘীরপার) এবং কুমারগাঁও প্রাথমিক বিদ্যালয়। অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত এসব শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে/স্বল্পমূল্যে লেখাপড়ার সুযোগ রয়েছে।
কিংব্রিজের পাশে সারদা হলে অস্থায়ীভঅবে চলছে সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত পীর হবিবুর রহমান পাঠাগারের কার্যক্রম।লইব্রেরিতে রয়েছে সব ধরনের পত্রিকা ও ম্যাগাজিন। রয়েছে ১০ সহস্রাধিক বই। ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিনামূল্যে এসব পত্রিকা ও বই পড়ার সুযোগ রয়েছে।
|