মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দিয়েছে সিসিক
মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। দিবস উপলক্ষ্যে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানে জন্য সিলেট মহানগরের বীর মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা দেয়া হয় এবং বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৬ ডিসেম্বর ২০২২) সন্ধ্যায় নগর ভবন প্রাঙ্গনে সিসিকের সংরক্ষিত কাউন্সিলর শাহানারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে ব আয়েজিত সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরণীয়। তাদের প্রতি সম্মান প্রদর্শন আমাদের কর্তব্য।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন এমন অনেকের এখনো সন্ধান পাওয়া যায়নি। অনেক শহীদকে কোথায় সমাহিত করা হয়েছে জানেন না তাঁদের পরিবার। মহান মুক্তিযুদ্ধের প্রান দেয়া শহীদের সন্ধানে গবেষণা প্রয়োজন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধের স্মৃতিচারণ করেন।
উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফক বকস, কাউন্সিলর ইলিয়াসুর রহমান, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।