সিসিকের পানি বিল সংক্রান্ত সংবাদ সম্মেলনে সিলেট সিটি কর্পেোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বনে, সিলেট মহানগরের সম্মানীত নাগরিকদের দাবি ও সুবিধার কথ বিবেচনা িনিয়ে পূনঃরায় পানি বিল নির্ধারণ করা হয়েছে।
মেয়র বলেন, যারা অবৈধভাবে পানির সংযোগ নিয়েছেন তারা আগামী ৩০ জানুয়ারীর মধ্যে প্রয়োজনীয় অনুমোদন করিয়ে নিতে পারবেন। অন্যথায় সিসিকের অভিযানে অবৈধ সকল সংযোগ বিচ্ছিন্ন করা হবে। মেয়র জানান, ধর্মীয় উপাশনালয় যেমন, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগুডার পানির বিল মওকুফ করা হয়েছে। তিনি জানান, আগামীতে পানির বিলের জন্য ডিজিটাল মিটার স্থাপন করবে সিসিক।
সিসিক মেয় বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বাসস্থানের পানি বিল আগে থেকেই মওকুফ করা আছে।
উপস্থিত ছিলেন কাউন্সিলর আজম খান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর সালেহ আহমদ সেলিম, কাউন্সিলর আফতাব হোসেন খান, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর এসএম শতকত আমীন তৌহিদ, সংরক্ষিত কাউন্সিলর শাহানা বেগম শানু প্রমুখ।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ সহ সিলেট কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।