বিউবো’র বিল পরিশোধ করলো সিসিক
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বকেয়া বিল পরিশোধ করেছে সিলেট সিটি কর্পোরেশন। বিউবো’র দাখিলকৃত বিলের মধ্যে ‘আট কোটি নিরান্নব্বই লাখ নিরান্নব্বই হাজার সাতশত একাশি দশমিক নয় দুই টাকা (৮৯৯৯৯৭৮১.৯২টাকা) পরিশোধ করা হয়েছে।
বুধবার (২২ জুন ২০২২ খ্রী.) নগর ভবনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বিউবো কর্মকর্তাদের কাছে চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, পিডিবি’র ডিভিশন-১ নির্বাহী প্রকৌশলী ফজলুল করীম, সিসিকে প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, পিডিবি’র ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী শাসম আরেফিন, প্রকৌশলী শ্যামল কান্তি দাস, প্রকৌশলী আব্দুর রাজ্জাক, সিসিকের নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, নির্বাহী প্রকৌশলী শাসছুল হক পাঠোয়ারী, নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান, হিসাবরক্ষণ কর্মকর্তা আনম মনছুফ, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস প্রমুখ।