Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd নভেম্বর ২০২৩

সিসিকে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন


প্রকাশন তারিখ : 2022-12-14

সিসিকে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

যথাযথ মর্যাদায় সিলেট সিটি কর্পোরেশন পালন করেছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবস উপলক্ষ্যে নগরের চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ও স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানা সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।  

বুধবার (১৪ ডিসেম্বর ২০২২) সকাল দশটায় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারিদের সাথে নিয়ে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান, স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন।
 

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর কাউন্সিলর মো. আজম খান, সংরক্ষিত কাউন্সিলর নাজনীন আক্তার কণা, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, নির্বাহী প্রকৌশলী শামসুল হক পাঠোয়ারী, শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, লাইসেন্স কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।