সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে সিসিক মেয়রের শোক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, সিলেটের কৃতি সন্তান আবুল মাল আব্দুল মুহিত মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (৩০ এপ্রিল ২০২২ খ্রী.) দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি অসুস্থ অবস্থায় ঢাকাস্থ ইউনাইটেড আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। ভাষা সংগ্রামী আবুল মাল আব্দুল মুহিত ছিলেন খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিক, লেখক ও পরিবেশ কর্মী। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
শনিবার (৩০ এপ্রিল ২২ খ্রী.) সকাল সাড়ে ১০টায় ঢাকার গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা, সকাল সাড়ে ১১ টায় জাতীয় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নেওয়া হবে। এরপর দাফনের জন্য সিলেটে আনা হবে।
তাঁর মৃত্যতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এক শোক বার্তায় সিসিক মেয়র মরহুমের রোহের মাগফেরা কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।