Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd নভেম্বর ২০২৩

সিসিক/বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শন/আশ্রয় কেন্দ্র’র তথ্য


প্রকাশন তারিখ : 2022-05-18

সিসিক/বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শন/আশ্রয় কেন্দ্র’র তথ্য

নগরের চালিবন্দর স্কুলে আজ  ১২ টা ৪০ মিনিটে, কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শণ ও খাবার বিতরন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি, দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের মন্ত্রী এবং সচিব মহোদয়। এসবময় সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। আপনাদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন সিসিক কতৃপক্ষ।

নোট: এ পর‌্যন্ত সিলেট মহানগর এলাকায় ১০টি আশ্রয় কেন্দ্রে বন্যার্র্থরা আশ্রয় নিয়েছেন। আরো ৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

কেন্দ্র গুলো হলো-১৫ নম্বর ওয়ার্ডে কিশোরী মোহন সরকারী প্রাথমিক বিদ্যালয়, মিরাবাজার, ১৪ নম্বর ওয়ার্ডে চালিবন্দর রামকৃষ্ন উচ্চ বিদ্যালয়, চালিবন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২৩ নম্বর ওয়ার্ডে আব্দুল হামিদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাছিমপুর, ২৪ নম্বর ওয়ার্ডে বোরহান উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উমরশাহ তেরোরতন সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৩ নম্বর ওয়ার্ডে মির্জাজাঙ্গাল স্কুল, মনিপুরী রাজবাড়ি আশ্রয় কেন্দ্র ও মাছুদিঘীর পাড়, ১০ নম্বর ওয়ার্ডে ঘাসিটুলা স্কুল, ইউসেফ স্কুল, কানিশাইল স্কুল, জালালাবাদ স্কুল, বেতের বাজার কাউন্সিলর কার্যালয়ালয়ের পাশের ৪তলা ভবন, এবং ২৭ নম্বর ওয়ার্ডে হবিনন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় সিলেট।   

১২৫০ প্যাকেট শুকনো খাবার পাঠানো হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে (প্রতিটি প্যাকেটে চিড়া ৫০০ গ্রাম ও গুড় ২৫০ গ্রাম)। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরদের সমন্বয়ে বন্যার্থদের মধ্যে বিতরণ করা হয়।