Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd নভেম্বর ২০২৩

নানা কর্মসূচির মধ্যদিয়ে সিসিকে শেখ রাসেল দিবস পালিত


প্রকাশন তারিখ : 2023-10-18

নানা কর্মসূচির মধ্যদিয়ে সিসিকে শেখ রাসেল দিবস পালিত

 

সারা দেশের মতো সিলেট সিটি কর্পোরেশনও পালন করেছে শেখ রাসের দিবস-২০২৩। দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। 

বুধবার (১৮ অক্টোবর ২০২৩) সকাল সাড়ে ৮টায় শেখ রাসেল দিবসের র‌্যালিতে অংশগহণ, সকাল দশটায় নগর ভবনে স্থাপিত শেখ রাসেল-এর প্রতিকৃতিতে সিলেট সিটি সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারিরা পুস্পস্তপক অর্পণ করেন। 

পরে নগর ভবনের সভা কক্ষে দিবস উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা। সিসিকের নির্বাহী প্রকৌশলী রুহুল আলমের সঞ্চালনায় এবং প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেবের সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। সভা শেষে দোনাজাত করেন সিসিক জামে মসজিদের ইমাম হাফিজ মোহাম্মদ আলী। 

শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের সম্মুখে ডিজিটাল স্ক্রিনে শেখ রাসেল-এর উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।