Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd নভেম্বর ২০২৩

ভোলানন্দ উত্তরণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ


প্রকাশন তারিখ : 2022-12-15

ভোলানন্দ উত্তরণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ


‘ভোলানন্দ উত্তরণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’ পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী ইমরান আহমদ। 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর ২০২২) রাতে কারিগরি প্রশিক্ষন কেন্দ্রটি পরিদর্শনে সাথে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী শামসুল হক পাঠোয়ারী, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান প্রমুখ।  

 দক্ষ জনশক্তি তৈরী লক্ষ্যে ‘ভোলানন্দ উত্তরণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’ প্রতিষ্ঠা করেছে সিলেট সিটি কর্পোরেশন। নগরের চৌহাট্টায় অবস্থিত ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয় ভবনের প্রথম এবং দ্বিতীয় তলায় শেভরনের অর্থায়নে আর্ন্তজাতিক সেবা সংস্থা সুইসকন্টাক্ট -এর পরিচালনায় প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে ৩ ডিসেম্বর ২০২২ খ্রিষ্টাব্দে।

এখানে ইলেকট্রিক্যাল, ওয়েল্ডিং, প্লাম্বিং এ্যান্ড পাইপ ফিটিং ও হাউজকিপিং বিষয়ে স্বল্প মেয়াদী কারিগরি প্রশিক্ষণ দেয়া হবে এখানে। চারটি ট্রেডে এই প্রশিক্ষণ কেন্দ্রে বছরে ৮০০ প্রশিক্ষণার্থীকে করিগরি প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।