ওয়স্টে মিডল্যান্ডস মেয়রকে সংবর্ধনা দিয়েছে সিসিক
সিস্টার সিটি হতে আগ্রহী সিসিক-ওয়স্টে মিডল্যান্ডস সিটি
সিলেট সিটি কর্পোরেশন ও ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস সিটি- নাগরিক সেবার মান উন্নয়নে এক সাথে কাজ করতে চায়। বিশেষ করে জলবায়ূ পরিবর্তনের প্রভাবে সৃষ্ট সংকট মোকাবেলা, প্রকৃতি অক্ষত রেখে আধুনিক নগরায়ন, শিক্ষা, জ্বালানী উৎপাদনে বর্জ্য প্রক্রিয়াকরণ বিষয়ে উভয় সিটি কাজ করতে আগ্রহ ব্যক্ত করেছেন।
মঙ্গলবার (১৫ নভেম্বর ২০২২) সকালে নগর ভবনে ইউকের ওয়স্টে মিডল্যান্ডস সিটির মেয়র এন্ডি স্ট্রিটকে দেয়া সংবর্ধনা দেয় সিলেট সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে ওয়স্টে মিডল্যান্ডস সিটির মেয়র এন্ডি স্ট্রিটের নগর উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।
এসময় সিলেট সিটি কর্পোরেশন ও ওয়স্টে মিডল্যান্ডস সিটির মধ্যে সিস্টার সিটি করার প্রস্তাব দেন সিসিক মেয়র। প্রস্তাবে সম্মতি দিয়ে শিঘ্রই দুই সিটির মধ্যে সমঝোতা স্মারক সইয়ে সিদ্ধান্ত নেন। আলোচনায় নাগরিক উন্নয়ন বিষয়ক নানা বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিক কাউন্সলর নাজনীন আক্তার কণা, প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান, সিসিকের শিক্ষা বিষয়ক প্রধান পরামর্শক অধ্যাপক মুহা. হায়াতুল ইসলাম আকঞ্জি, হিসাবরক্ষক আ ন ম মনছুফ, মেয়রের সহকারি একান্ত সচিব মো. সোহেল আহমদ, লাইসেসন্স কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, আইটি কনসালটেন্ট মো. সাদাৎ থান সায়েম প্রমুখ।