Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd নভেম্বর ২০২৩

সিসিক/২টি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু/০২/০৩/২০২৩


প্রকাশন তারিখ : 2023-03-02

সিসিক/২টি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু/০২/০৩/২০২৩

 

আরও দুটি স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু

নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করছে সিসিক 

---------------------------------- সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী

 

অবিলম্বে সিলেট মহানগরের সকল ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করা হবে। নাগরিকদের প্রাথমিক  স্বাস্থ্য সেবা নিশ্চিতে আরও ২টি স্বাস্থ্য সেবা কেন্দ্র কাজ শুরু করেছে। শীঘ্রই নগরে আরো ৩টি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করা হবে জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। 

 

বৃহস্পতিবার (২ মার্চ ২০২৩) সকালে সিলেট সিটি কর্পোরেশনের ৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে  সিসিকের নিজস্ব ব্যবস্থাপনায়, ইউনিসেফের সহযোগিতায় ২টি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, শিশুদের প্রাথমিক স্বাস্থ্য সেবা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা, টিকাদান কর্মসূচী সহ স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়া হবে এসব স্বাস্থ্য সেবা কেন্দ্রে। 

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর ফরহাদ চৌধুরী, কাউন্সিলর রাশেদ আহমদ, সংরক্ষিত কাউন্সিলর কুলসুমা বেগম পপি, সংরক্ষিত কাউন্সিলর শাহানারা বেগম, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সহ  ইউনিসেফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।