Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জুন ২০২৪

সিলেটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন


প্রকাশন তারিখ : 2024-06-01

সিলেটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

 

অন্ধত্ব থেকে বাঁচাতে ও শিশু মৃত্যুহার কমানোর লক্ষ্যে সিলেটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। সিলেটে সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ মখলিছুর রহমান কামরান শনিবার সকাল ১০টায় (১ জুন) নগরীর বাগবাড়ি বর্ণমালা নগর স্বাস্থ্য কেন্দ্রে এর উদ্বোধন করেন। ক্যাম্পেইনের অংশ হিসেবে সিলেট নগরীর প্রায় ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। 

এসময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ জাহিদুল ইসলামসহ ডা. মঞ্জুর মোর্শেদ, ডা. সুলতানা বেগম ও ডা. তানজিলা আরমান, প্রাইমারী হেলথ কেয়ার প্রজেক্টের মনিটরিং অফিসার ভূপাল রঞ্জন, শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অন্ধত্ব প্রতিরোধ করে, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে ও সবধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ হ্রাস করে। এ ছাড়া হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে হ্রাস করে।