সাংবাদিক সজল ছত্রীর মায়ের মৃত্যুতে সিসিক মেয়রের শোক
ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক ও সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল টুয়েন্টি ফোর -এর সিলেট ব্যুারো ইনচার্জ সজল ছত্রীর মা শ্রীমতী সরলা ছত্রী মৃত্যূ বরণ করেছেন।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর ২০২২) সকালে নিজ বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানে বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী স্বজন রেখে গেছেন।
তাঁর মৃত্যতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী শোক জ্ঞাপন করেছেন। এক শোক বার্তায় সিসিক মেয়র শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।