Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ মার্চ ২০২৪

০৭ মার্চ উপলক্ষে জাতিরজনকের প্রতিকৃতিতে সিসিকের শ্রদ্ধাঞ্জলি


প্রকাশন তারিখ : 2024-03-07

 ০৭ মার্চ উপলক্ষে জাতিরজনকের প্রতিকৃতিতে সিসিকের শ্রদ্ধাঞ্জলি

 

ঐতিহাসিক ০৭ মার্চ উপলক্ষে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। বৃহস্পতিবার (০৭ মার্চ) নগর ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। 

পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীনতার স্থপতি এই মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এসময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তা—কর্মচারিগণ উপস্থিত ছিলেন।