সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল (কদমতলী বাস টার্মিনাল) ভবনের বাইরের ওয়ালের উপরের অংশে ত্রুটি (ফাটল) দেখা দেয়ায় সে বিষয়ে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য ৬ সদস্যের টেকনিক্যাল কমিটি গঠন করেছে সিলেট সিটি কর্পোরেশন।
রবিবার (২ এপ্রিল ২০২৩) সিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের অধ্যাপক ড. জহির বিন আলমকে আহবায়ক করে ৬ সদস্যের টেকনিক্যাল কমিটি ঘোষনা করেছে সিসিক। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন, এলজিইডি সিলেট বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী ও সিসিকের নির্বাহী প্রকৌশলী হুমায়ূন কবীর।
নব নির্মিত কদমতলী বাস টার্মিনাল ভবনের বাইরের ওয়ালের উপরের অংশে ত্রুটি (ফাটল) সরেজমিনে তদন্ত পূর্বক ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবে এই টেকনিক্যাল কমিটি।