সিসিক/জাতীয় ভিটামিন এ প্লাস/১৯/০২/২০২৩
৭৮,১২৯ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিসিক
২০ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিষ্ঠোব্দে সারা দেশের মতো সিলেট সিটি কর্পোরেশনে পালিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সিলেট সিটি কর্পোরেশনের ৪২ ওয়ার্ডে নিয়মিত, অস্থায়ী ও অতিরিক্ত টিকা কেন্দ্রে ৭৮ হাজার ১২৯ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিসিক।
রবিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) সকালে সিলেট সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের এডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, অভিবাবকরা যেন প্রত্যেক শিশুকে টিকা কেন্দ্রে নিয়ে যান এবং ভিটামিন এ খাওয়ান।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৮৮৬৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৯২৬৪ জন শিশুকে এর আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা অনুযায়ি কর্মসূচী হাতে নেয়া হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের ৪২ ওয়ার্ডে ২২৩ টি ইপিআই টিকা কেন্দ্র, নিয়মিত ২০টি, অস্থায়ী ৮২টি এবং অতিরিক্ত ২৩টি কেন্দ্রে ভিটামিন এ খাওয়ানো হবে। এই কর্মসূচী বাস্তবায়নে ৬৯৬ জন স্বেচ্ছাসেবি ও সিসিকের স্বাস্থ্য বিভাগের কর্মীরা দায়িত্ব পালন করবেন।
সাংবাদিকদের এডভোকেসি সভায় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এবং সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
২০ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. সকাল ১০ টায় বিনোদীনি নগর মাতৃসদনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করবেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।