বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে সিসিকের সকল বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের আরো দায়িত্বশীল হবার নির্দেশ দিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২০) দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সংক্রান্ত সভায় তিনি বলেন, যে সকল বিভাগ বা শাখা নাগরিক সেবা প্রদান এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে শতভাগ সফল হবে তাদের সিসিকের পক্ষ থেকে সম্মাননা দেয়া হবে।
প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরীর সঞ্চালনায় সভায় সিসিকের আন্ত বিভাগ ও শাখার মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিভাগীয় প্রধানগণ সিসিকের প্রধান নির্বাহি কর্মকর্তার সঙ্গে পর্যায় ক্রমিক বার্ষিক চুক্তি স্বাক্ষর করেন।
সভায় উপস্থিত ছিলেন সিসিকের সচিব ফাহিমা ইয়াসমীন, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, হিসাব রক্ষন কর্মকর্তা আ ন ম মনছুফ, প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমান, এসেসর চন্দন দাশ, লাইসেন্স অফিসার আব্দুল আজিজ, টেক্সেশন অফিসার মো. রমিজ মিয়া, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ^াস, বস্তি উন্নয়র কর্মকর্তা মো. আবুল ফজল, শিক্ষা সংস্কৃতি ও সমাজ কল্যান শাখা প্রধান নেহার রঞ্জন পুরকায়স্ত, উপ সহকারী প্রকৌশলী অংশুমান ভট্ট্রাচার্য্য, আইটি কনসালটেন্ট মো. সাদাত হোসেন খান, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, মো. জামিলুর রহমান, মো. জাবেরুল ইসলাম, এবিএম মহসিন, মো. শামীম প্রমুখ।
উল্লেখ্য, বার্ষিক কর্ম সম্পাদন চুক্তিতে ধারাবহিকভাবে দেশের সকল সিটি করপোরেশনের মধ্যে প্রথম স্থান ধরে রেখেছে সিলেট সিটি করপোরেশন।