সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ঢাকা-সিলেট ৬ লেনের মহাসড়কসহ সিলেট বিভাগের তথা সিলেট নগরীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অসাধারণ অবদান রাখায় এবং একজন সফল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের জন্য বিশাল গৌরব বয়ে আনার জন্য সিলেটের কৃতি সন্তান, সিলেট ১ আসনের মাননীয় সংসদ সদস্য এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব, ড. এ. কে. আব্দুল মোমেন এমপি কে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে এক বিশাল নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি আগামী ২৯ ডিসেম্বর রোজ মঙ্গলবার ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত হবে।