সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (৫ অক্টোবর ২০২১ খ্রি.) বেলা পৌনে ২ টায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীকে সাথে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন নগরের লালাদিঘীরপাড় সড়ক প্রশস্থকরণে আরসিসি ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-১ আসনের সংসদ সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পেোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান এ্যাডভোকেট, সিসিক কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর মো. সিকান্দর আলী, সংরক্ষিত কাউন্সলর মাকসুদা সুলতানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সিসিকের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেড় মিটার প্রস্থের ৮৬০ মিটার দীর্ঘ আরসিসি বক্স ড্রেন নির্মান করা হবে। এই প্রকল্পের আওতায় সড়ক প্রশস্থকরণের স্বার্থে ৬৭৮ মিটার সীমানা দেয়াল নির্মাণ করা হবে। ১৪ সেপ্টেম্বর ২০২১ খ্রি. তারিখে শুরু হওয়া এ প্রকল্পে ব্যয় হবে ৪ কোটি ৭১ লাখ টাকা। জুলাই ২০২২ সালে প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হবে।
বিকেলে নগরের উপশহরের এ ব্লকে ৫ হাজার ২শ ৫০ মিটার দীর্ঘ আরসিসি বক্স ড্রেন নির্মান কাজের উদ্বোধণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। ১ মিটার প্রস্থের ছয় মাস মেয়াদী এই প্রকল্পে মোট ব্যয় হবে ৭ কোটি ৬১ লাখ টাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউন্সিলর সালেহ আহমদ সেলিম ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে সন্ধ্যা সাতটায় সিলেট সিটি কর্পোরেশনের দৃষ্টিনন্দন রাস্তা মিরেরময়দান টু সুবিদবাজার সড়ক প্রশস্থকরণ, এসফল্ট দ্বারা উন্নয়ন ও আরসিসি ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। ৪ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ২০১৯ সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হয় চলতি বছরের জুলাই মাসে।
এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর এ কে এ লায়েক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।