সিসিক/বুস্টার ডোজ/জরুরী সংবাদ বিজ্ঞপ্তি/২৯/১২/২০২১
সিলেটে শুরু হচ্ছে করোনা টিকার বুস্টার ডোজ
প্রথম দিন পাবেন ২০০ জন
সিলেট সিটি কর্পোরেশনের টিকা কেন্দ্রে করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজ চালু হচ্ছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর ২০২১) সকাল ১০ টা থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলে হাসপাতাল কেন্দ্রে করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ প্রদান করা হবে। বিকেল ৩ টা পর্যন্ত যথারীতি টিকা দান চলবে।
এই কেন্দ্রে চলামান অন্যান্য টিকার কার্যক্রম অপরিবর্তিত থাকবে। সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের এক জরুরী বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রথম দিনে ২০০ জন নাগরিককে বুস্টার ডোজের টিকা প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা বুস্টার ডোজ গ্রহণের জন্য মোবাইলে বার্তা পাবেন তারা সুরক্ষা www.surokkha.gov.bd থেকে পূনরায় টিকা কার্ড ডাউনলোড করে টিকা কেন্দ্রে যাবেন। নতুন ডাউনলোড কৃত টিকা কার্ডে বুস্টার ডোজের কলাম সংযোজন করা থাকব। যাদের টিকা কার্ডে কেন্দ্র থাকবে সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। কারণ বর্তমানে এই কেন্দ্রটির কার্যক্রম বন্ধ রয়েছে।