সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী শামসুল হক পাঠওয়ারীর বড় ভাই, সিলেট পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল হক পাঠওয়ারী মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।
বুধবার (১৪ আগস্ট ২০২১ খ্রি.) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর। ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহি স্বজন রেখে গেছেন তিনি।
তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
শোক বার্তায় সিসিক মেয়র মরহুমের রোহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।