Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd নভেম্বর ২০২৩

শাহী ঈদগায় সাড়ে ৮ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঈদ জামাতের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন


প্রকাশন তারিখ : 2022-04-29

সাড়ে ৮ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শাহী ঈদগায়

ঈদ জামাতের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন

----------------- সিসিক মেয়র, আরিফুল হক চৌধুরী

 

 

মহানগরে মুসলিম উম্মার সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।  

 

শুক্রবার (২৯ এপ্রিল ২০২২) বেলা আড়াইটায় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, শাহী ঈদগাহ কমিটি ও উন্নয়ন সংশ্লিষ্টদের সাথে নিয়ে ঈদগাহ ময়দান পরিদর্শন করেন।

 

এসময় মেয়র আরিফুল হক চৌধুরী ঈদের জামাত আদায়ের লক্ষ্যে চলমান উন্নয়ন কাজের খোঁজ খবর নেন।  পরিদর্শন শেষে মেয়র বলেন,  বিশ্ব স্বাস্থ্য মহামারির কারণে গত দুই ঈদুল ফিতরের নামাজ শাহী ঈদগায় আদায় করতে পারিনি। তাই নগরবাসির মধ্যে এবার ঈদগাহে নামাজ আদায়ের উৎসাহ বেশি। আমরা জামাতে অংশগ্রহণকারীর সংখ্যা আগের তুলনায় বেশি হবে ধরে নিয়েই প্রস্তুতি নিয়েছি।

 

সিসিক মেয়র বলেন, ঈদের আনুষ্ঠানিকতার অন্যতম ঈদ জামাত নির্বঘ্ন করতে সিসিকের পক্ষ থেকে শাহী ঈদগাহ এলাকায় সিসি ক্যামেরা দ্বারা নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে। সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকেও নেয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।

 

নগরবাসিকে যথা সময়ের মধ্যেই ঈদগাহ ময়দানে সুশৃংখলভাবে উপস্থিত হওয়ার আহবান জানান সিসিক মেয়র।  পাশাপাশি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি যথা নিয়মে মানান অনুরোধ জানান তিনি।

 

এবার ঈদের জামাতে খুতবা ও ইমামতি করবেন শেখবাড়ি জামিয়ার মুহতামিম, শায়খুল হাদিস মুফতি মোহাম্মদ রশীদুর রহমান ফারক্ব বর্ণভী-পীর সাবেহ বরুনা।  

 

শাহী ঈদগাহর পরির্দশনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রাশেদ আহমদ, কাউন্সিলর রেজওয়ান আহমদ,  শাহী ঈগগাহ কমিটির নেতৃবৃন্দ, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।