Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ফেব্রুয়ারি ২০২৪

পানির বকেয়া বিল পরিশোধ ও অবৈধ সংযোগের বিরুদ্ধে সিসিকের অভিযান


প্রকাশন তারিখ : 2024-02-19

পানির বকেয়া বিল পরিশোধ ও অবৈধ  সংযোগের বিরুদ্ধে সিসিকের অভিযান

 

পানির বকেয়া বিল পরিশোধ ও অবৈধ সংযোগের ফি আদায়ে অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন। সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রট বিশ^জিৎ দেব এবং ফারিয়া সুলতানার নেতৃত্বে সোমবার (১৯ ফেব্রুয়ারি) নগরীর ০৯ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে অভিযান করা হয়। 

অভিযানে ১ লক্ষ ৪ হাজার ৬৪০ টাকা নগদ আদায় এবং ১টি অবৈধ মটর জব্দ করা হয়। এসময় সিলেট মেট্রপলিটন পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। 

অভিযানে তত্ববধায়ক প্রকৌললী আলী আকবর, সহকারি প্রকৌশলী এনামুল হক তাপাদার, আবু সাঈদ সামি, উপ—সহকারি প্রকৌশলী মোঃ শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।