সিসিকের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি
সিলেট সিট কর্পোরেশনের সুরমা নদীর তীর সংরক্ষণ ও সৌন্দর্য্যবর্ধণ প্রকল্প পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন এমপি।
রবিবার (১৮ ডিসেম্বর ২০২২ খ্রি.) দুপুরে সার্কিট হাউজের সামনে থেকে নগরের মাছিমপুর সেতু পর্যন্ত সুরমা নদীর তীর এবং উপশহর এলাকাস্থ সুরমা নদী পাড় সংরক্ষণ, সৌন্দর্য্যবর্ধণ প্রকল্পের কাজ ঘুরে দেখেন। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রকল্পসমূহের চলমান কাজ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। সিসিকের উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
এসময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, তত্ত্ববধায়ক প্রকৌশলী আলী আকবর সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।