Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪

জলাবদ্ধতা নিরসনে সিসিক মেয়রের সাথে সেনা কর্মকর্তাদের আলোচনা


প্রকাশন তারিখ : 2024-02-08

জলাবদ্ধতা নিরসনে সিসিক মেয়রের সাথে সেনা কর্মকর্তাদের আলোচনা

 

সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিসিক কর্মকর্তাদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) বিকালে নগরভবনের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, লেফট্যান্যান্ট কর্ণেল (অব.)মো. একলিন আবেদিন. লে. কর্ণেল ইমরুজ্জামান, পিএসসি প্রকৌশলী মেজর রিয়াজ মাহমুদ, মো. আব্দুল কাদের, মো. হুমায়ুন কবীর খান, রাজি উদ্দিন খান, মো. তানভির রহমান, উজ্জ্বল কুমার দাস চৌধুরী, তন্ময় চক্রবর্তী, দিপ্তপ্রহর দত্তসহ সিসিক ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের কর্মকর্তা্ৃন্দ।

এসময় উভয়পক্ষ নগরীর জলাবদ্ধতার কারণ ও তা নিরসনের ব্যাপারে নানা খুঁটিনাটি দিক নিয়ে আলোচনা করেন। তারা নাগরিক দুর্ভোগে অতিদ্রুত এ সমস্যা সমাধানের ব্যাপারেও তারা ঐকমত্য পোষণ করেন।

পরে তারা নগরীর বিভিন্ন ছড়া ও খাল পরিদর্শণ করেন।