Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd নভেম্বর ২০২৩

কোরবানীর ২৪ ঘন্টার মধ্যেই বর্জ্য অপসারণ করবে সিসিক- মেয়র আরিফুল হক চৌধুরী নির্ধারিত স্থানে কোরবানী ও বর্জ্য রাখার আহবান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর


প্রকাশন তারিখ : 2022-07-08

কোরবানীর ২৪ ঘন্টার মধ্যেই বর্জ্য অপসারণ করবে সিসিক- মেয়র আরিফুল হক চৌধুরী

নির্ধারিত স্থানে কোরবানী ও বর্জ্য রাখার আহবান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর

 

২৪ ঘন্টার মধ্যেই কোরবানীর পশুর হাট ও কোরবানীর পশু জবাইয়ের বর্জ্য অপসারণ করবে সিলেট সিটি করপোরেশন। এজন্য সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে।  

সিলেট সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে কোরবানী দিতে নগরবাসির প্রতি আহবান জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

সিসিক মেয়র জানান, গত বছরের ধারাবাহিকতায় এবারও কোরবানির ২৪ ঘণ্টার মধ্যেই নগর পরিচ্ছন্নতার কাজ শেষ করা হবে। কোরবানির দিন বর্জ্য অপসারণের সকাল ৬টা থেকে কয়েক স্থরে অন্তত ১৪’শ পরিচ্ছন্নতাকর্মী কাজ করেবেন নগরজুড়ে।২৪ ঘণ্টার মধ্যে পরিচ্ছন্নতার কাজ শেষ করতে নগরীকে ৪ টি জোনে বিভক্ত করা হয়েছে।  সুষ্ঠুভাবে বর্জ্য অপসারণ কাজ সম্পন্ন করতে সিসিকের ১১ টি মনিটরিং টিম পর্যবেক্ষণ করেবে। বর্জ্য অপসারণের পরপর জীবানুমুক্তকরণে নগরজুড়ে জীবাণুনাশকও ঔষধও স্প্রে করা হবে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, সিসিকের কাউন্সিলর, বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীগণ বর্জ্য অপসারণ কাজের তরদারকি করবেন। নগরের পরিবেশ ঠিক রাখতে নগরবাসিকেও পরিচ্ছন্নতার কাজে সিসিকের কর্মীদের সহযোগিতার আহবান জানান তিনি।

কোরবানীর পশু জবাইয়ের বর্জ্য কোনভাবেই বাসা বাড়ির আশপাশের কোন ড্রেন, ছড়া কিংবা নদীতে না থেলার আহবান জানান তিনি।