সোনালী ব্যাংক ব্যবস্থাপকের মৃত্যুতে সিসিক মেয়রের শোক
সোনালী ব্যাংক সিলেট সিটি কর্পোরেশন শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউর ইসলাম মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মোহাম্মদ রেজাউর ইসলাম সম্প্রতি ভারতের চেন্নাই এপোলো হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেখানে চিকিৎসাধিন অবস্থায় গত রবিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে এগারো টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি দুই ছেলে, স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহি স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এক শোক বার্তা তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।