সিসিকের ভ্রাম্যমান আদালত
রেষ্টুরেন্ট-বেকারীতে ৭৮ হাজার টাকা জরিমানা, ২ জনকে কারাদন্ড
নগরের বন্দরবাজার, জিন্দাবাজার এলাকার পড়শী রেষ্টুরেন্ট ও পাকশী রেষ্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির অপরাধে জরিমানা করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১১ জানুয়ারি ২০২২) ভ্রাম্যমান আদালত অভিযানকালে পাঁচ তারা বেকারীতেও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং বিএসটিআই এর অনুমোদন না থাকায় জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি পার্কিং করার অপরাধে জরিমানা সহ সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা বন্ধে দায়িত্বপালনকারী সিসিক কর্মীদের অবরুদ্ধ করে হামলা চেষ্ঠার অপরাধে ২ ভ্রাম্যমান ব্যবসায়ীকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ে ভ্রাম্যামান আদালত নগরের পড়শী রেষ্টৃরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, বিক্রি ও বিএসটিআই’র অনুমোদনহীন খাদ্য পন্য বিক্রয়ের অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
একই অপরাধে পাকশী রেষ্টুরেন্টকে ১০ হাজার টাকা। বিএসটিআই’র অনুমোদন ছাড়া খাদ্য পন্য এবং বিক্রয়ে ওজনে কম দেয়ার অপরাধে নগরের পাঁচ তারা বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যামন আদালত।
অভিযানে অবৈধভাবে সড়কে গাড়ি পার্কিংয়ের অপরাধে ১ জনকে ৩ হাজার টাকা জরিমানা করেন। এসময় সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা বন্ধে দায়িত্ব পালনকারী সিসিকের কর্মীদের কাজে বাঁধা এবং অবরুদ্ধ করে হামলা চেষ্ঠার অপরাধে ২ ব্যক্তিকে ২ মাস ও ১মাস করে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
অভিযানকালে বিএসটিআই সিলেটের প্রতিনিধি দল, সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।