Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd নভেম্বর ২০২৩

সিসিকে ১২ থেকে ১৫ জুন পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে


প্রকাশন তারিখ : 2022-06-11

সিসিকে ১২ থেকে ১৫ জুন পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে

 

এবার ৮৩ হাজার ৯ শ ৬৩ জনকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ভিটামিন খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ টি ওয়ার্ডের ৩৪৮ টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাসুল খাওয়ানো হবে।   

বৃহস্পতিবার (৯ জুন ২০২২) বিকেলে নগর ভবনে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টেশনে এসব তথ্য জানানো হয়। সিসিকের প্রধঅন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী- সকল শিশুদের যথা সময়ে কেন্দ্রে নিয়ে যেতে সিলেট মহানগরের অভিবাবকদের প্রতি আহবান জানান।

সিলেট সিটি কর্পোরেশনের ২২৩ টি ইপিআই টিকাদান কেন্দ্র, নিয়মিত কেন্দ্র ২০ টি, অস্থায়ী কেন্দ্র ৮২ টি এবং অতিরিক্ত কেন্দ্র ২৩ টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ ক্যাম্পেইনে ভিটামিন এ খাওয়ানো হবে।

এ ক্যাম্পেইনে সিসিকের ৬৯৬ জন স্বেচ্ছাসেবী এবং ৩৯ জন সুপারভাইজার কাজ করবেন।  

সাংবাদিক ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট বিভাগীয় ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন-ইমজার সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আহমদ, ক্রিড়া লেখক সমিতি সিলেটের সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খান, সিলেট কর্মরত বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকবৃন্দ।