অনিবার্য কারণে রবি ও সোমবার ওসমানীতে টিকা দান বন্ধ থাকবে
নগর ভবনে নেয়া যাবে টিকার ৩য় ডোজ
অনিবার্য কারণে আগামী রবি ও সোমবার (৩-৪ এপ্রিল ২০২২ খ্রি.) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা দান কর্মসূচী বন্ধ থাকবে। তবে আগ্রহী টিকা গ্রহীতাগণ নগর ভবনে স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্রে যোগাযোগ করে টিকা গ্রহণ করতে পারবেন।
শনিবার (২ এপ্রিল ২০২২ খ্রি.) সংবাদ মাধ্যমে প্রেরিত এক জরুরী সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট সিটি কর্পোরেশনের কোভিড-১৯ ভ্যাকসিনের টিকা কেন্দ্র সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিবার্য কারণবশত রবিবার ও সোমবার দুই দিন টিকা দান কর্মসূচী বন্ধ থাকবে।
তবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগ্রহী টিকা গ্রহীতাগণ বন্দরবাজারস্থ নগর ভবনের অস্থায়ী টিকা কেন্দ্রে গিয়ে নির্ধারিত তারিখে টিকা গ্রহণ করতে পারবেন।
প্রসঙ্গত, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শুধুমাত্র কোভিড-১৯ এর ৩য় ডোজ প্রদান করা হচ্ছে। এদিকে নগর ভবনের নীচ তলায় স্থাপিত অস্থায়ি টিকা কেন্দ্রে কোভিড-১৯ ভ্যাকসিনের ১ম ও ২য় ডোজের টিকা প্রদান করা হচ্ছে। যারা কোভিড-১৯ ভ্যাকসিনের ১ম ও ২য় ডোজ যথাসময়ে গ্রহণ করেননি বা টিকা গ্রহণ থেকে বাদ পড়েছেন, তারা কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে পারবেন।
এছাড়া কোভিড-১৯ ভ্যাকসিনের টিকার সনদ সংক্রান্ত যেকোন প্রয়োজনে সিলেট সিটি কর্পোরেশনের নীচ তলায় স্থাপিত হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে।